চাঁদ কর্তৃক মনসার পূজা
(ত্রিপদী)
তুষ্ট হয়ে বিষহরি, আসি পুষ্প রথোপরি।
দয়া করি দিল দরশন।।
ভূমিতে লোটায়ে কয়, ধরিয়া দেবীর পায়।
চাঁদ থাকে করিতে স্তবন।।
মনসার আজ্ঞা পেয়ে নানা উপচার দিয়ে।
দেবীর পূজা করে সদাগর।।
পূজা হয়ে সমাপন, দেবী হল অন্তর্দ্ধান।
চাঁদে দান করি ইষ্ট বর।।
চাঁপাপুরে ঘরে ঘরে, মনসার পূজা করে।
ক্রমে পূজা ছাইল ভুবন (পৃথিবী)।।
এই পুঁথি যেবা পড়ে, সর্পভয় যায় দূরে।
ধনে-জনে বাড়ে অনুক্ষণ।।
শক্তিপদ অতি দীন, কু-কর্ম্মেতে সদা লীন।
কি করিবে মগো তব স্তুতি।।
তুমি অতি মহামতি, দয়া করি দাস প্রতি।
শুদ্ধ কর তার মতিগতি।।
রাধাকৃষ্ণ পদাম্বুজে, মন যেন থাকে মজে।
কৃপা করি দেহ এই বর।।
পাঁচালী হইল শেষ, সবে হয়ে প্রেমাবেশ।
বল জয় জয় শ্রীগৌরসন্দুর।।