(তাল-গড়খেম্টা)
জয় জয় শান্তি হরিচাঁন
নিশী প্রভাতকালে বল শান্তি হরিচাঁন।
পুলক অন্তরে, নিশী ভোরে, নামে হও গমন।।
১। যত আছে জগতবাসী, শুন দিয়া মন।
বিভা ভোর হল হরি বল, আপন ভবন।।
২। মল্লকান্দী গিয়ে হরি, ভক্ত রঞ্জন।
মত্ত হয়ে সদা করে, হরি ভক্ত রঞ্জন।
মত্ত হয়ে সদা করে, হরি নাম কীর্ত্তণ।।
৩। প্রেমে অঙ্গ পুলকিত, নরনারীগণ।
দু নয়নে প্রেম ধারা, বহে সর্বক্ষণ।।
৪। চৈতন্য হয়ে সবে, ভাবে মনে মন।
কেহ বলে প্রভুসেবার, কর আয়োজন।
৫। শ্রীহরির স্নান লাগি, হইল মনন।
কুন্তু কাখে মনসুখে; সতীর আগমন।।
৬। কাশীশ্বরী সতী, আরও সঙ্গে যত জন।
পিছে পিছে চলে যায় মুখে গুনগান।।
৭। কাশীশ্বরী অতি ভারি, হরি পরায়ণ।
জল ভরিতে গিয়ে করে, ঐ রূপ দরর্শন।।
৮। কলসী ভরিতে সবে, করিল গমন।
গেলেন চলিয়া যথা, যশবন্তের নন্দন।।
৯। আসন পাতি কাশী সতী, বসায় হরিচাঁন।
হরির অঙ্গে তৈল মাখি, করাইল স্নান।।
১০। জানকী মন ফুলেতে, সাজায় হরিধন।
হৃদয় মন্দিরে ঐ রূপ, করিয়ে স্থাপন।।
১১। (এই) নিশী প্রভাত কালে ঘুমে, থেকনা কখন।
চৈতন্য হইয়ে কর, নামের মধু পান।।
১২। হরি গোসাই হরিদাসীর, পদে রেখ মন।
নাম গুন গেয়ে করগে দীনা, পাপ বিমোচন।।
………………………..
প্রভাতী
রাগিনী-করুণমারী