পাগলা কানাই বলে
ঠেকবিরে মন কালাকালে
এইসা মায়ার জালে;
ও তুই ভবে এসে রইলি বসে, চিনলি না রে মন তারে
তুই দেখ রে নয়ন মেলে।।
আর হবে না সাধের জনম
দিন তো গেল রে বয়ে
গেল দিন আর হবে না
দিনকানা দিন আইল সারে।
ও যেদিন ধড় ছাড়িয়া মালেক যাবে
খালি দেহ পইড়া রবেক এই ভবের বাজারে।।
সেদিন মাতাপিতা পুত্রকন্যা কেও চাবে না ফিরে,
ও নিবে যমুনারও তীরে
সোনার অঙ্গ দিবে পুড়া দয়া হবে না ধড়ে
দেহ থাকতে মন হওরে চেতন
ভুলা মন পইলি কইল ভলে।।
করতে চাও যার রায়তগিরি
দেও না কেন তার মাল-গুজারী,
আসল করলা চুরি।
আদালতে আরজি দিয়ে করবে ডিগ্রী জারী,
ওরে তোর শমন আসবে বাড়ী
মাল কোরকের পেয়দা আইসা হাতে দিবে দড়ি,
সকল ধন লুইটে নিবে ও শূন্য হবে তোর পুরী।।