ডুব দে রে মন কালী ব’লে,
ডুব দে রে মন কালী ব’লে।
হৃদি-রত্নাকরের অগাধ জলে,
ডুব দে রে মন কালী ব’লে।
রত্নাকর নয় শূন্য কখন,
দু-চার ডুবে ধন না পেলে,
রত্নাকর নয় শূন্য কখন,
দু-চার ডুবে ধন না পেলে।
তুমি দম-সামর্থ্যে এক-ডুবে যাও,
কুলকুণ্ডলিনীর কূলে।
জ্ঞানসমুদ্র মাঝে রে মন,
শক্তিরূপা মুক্তা ফলে,
তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে,
শিব যুক্তি-মতন চাহিলে।
ডুব দে রে মন কালী ব’লে,
ডুব দে রে মন কালী ব’লে।
কামাদি ছয় কুম্ভির আছে,
আহার লোভে সদাই চলে,
কামাদি ছয় কুম্ভির আছে,
আহার লোভে সদাই চলে।
তুমি বিবেক-হলদি গায়ে মেখে নাও,
বিবেক-হলদি গায়ে মেখে যাও,
ছোঁবে না তার গন্ধ পেলে।
রতন মানিক্য যত,
পড়ে আছে সেই জলে।
রামপ্রসাদ বলে ঝম্প দিলে,
মিলবে রতন ফলে ফলে,
প্রসাদ বলে ঝম্প দিলে,
মিলবে রতন ফলে ফলে।
ডুব দে রে মন কালী ব’লে,
ডুব দে রে মন কালী ব’লে,
ডুব দে রে মন কালী ব’লে।
[শ্যামা সংগীত]