ভবঘুরেকথা
ফকির লালন সাঁইজি

তিনদিনের তিনমর্ম জেনে।
রসিক সাধনে সাধে
একই দিনে।।

অকৈতব সে ভেদের কথা
কইতে প্রাণে লাগে ব্যথা,
না কইলে জীবের, নাইকো নিস্তার
বলি সেই জন্যে।।

তিনশো ষাট রসের মাঝার
তিন রস গণ্য হয় স্বীকার,
সাধলে সে করণ, এড়াবে শমন
এই ভূবনে।।

অমাবস্যায় প্রতিপদ
দ্বিতীয়ার প্রথম সে তো,
লালন বলে তার আগমন
সেই যোগের সনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!