তুই যারে চাস সকল দিয়ে সে তোরে চায় না।
পেলি জীবনভরে অবহেলা
তবু এ খেলা কেন তোর ফুরায় না।।
আপন আনন্দে মাতি
পরকে ভাবিস পথের সাথি রে
পর কি বোঝে পরের বেদন;
কেন পরের ভাবনায় দিন কাটালি
এখন ঘরের ছেলে ঘরে আয় না।।
মরম দরদি থুয়ে
নামলি কেন মরুভূমেরে
নিরসে রহিলি রসজ্ঞানী;
সে যে মরিচিকায় জলভ্রান্তি তাতে
অন্তরের পিপাসা যায় না।।
যারে চাস তারে না পালি
যারে পাস তারে না চালিরে
সংসারে তোর অসার সাধনা;
কেন কাঞ্চনে হয় না আকিঞ্চন
কাছে পেয়ে কাঁচের আয়না।।
হারানো পথের শেষে
দাঁড়ায়ে কাঁদি বিদেশে রে
স্বদেশেরপথ কেই তো সুধায় না;
আছে যে দেশে সেই ব্যথাহারী
পাগল বিজয় সে পথ খুঁজে পায় না।।