তুমি আমার হও হে দয়াল যদি আমি তোমার হই।
তখন স্নেহে আমায় রাখো ঘিরে
যখন তোমার বাণী শিরে বই।।
যে গৃহে বাস করলাম আমি
চিনলাম না সেই গৃহস্বামী;
করলাম শুধু আমি আমি
আমার আমি চিনলাম কই।।
আমি তো চিনলাম না আমায়
চিন্ময় তাই চিনলাম না তোমায়;
তুমি কোথায় আর আমি কোথায়
কভু কি তার সন্ধান লই।।
জ্ঞানেন্দ্রিয় জ্ঞানের দ্বারায়
কর্মেন্দ্রিয় কর্মে চালায়;
তাঁর মাঝখানে রয় মনমনুরায়
বোকার মতো আমি একা রই।।
পাগল বিজয় বলে, এবার বাঁচাও
ইন্দ্রিয়গণ কেন্দ্রে পাঠাও;
আমার মনকে মনের মতো সাজাও
চলবো না আর তোমা বই।।