তুমি কালো তাইতো কালো
কালো তোমার সাজানো সংসার
আকাশ কালো পাতাল কালো
কালো যত কর্ম তোমার।।
আগে নিজে হইয়া কালো
কালো মাটির মূর্তি গড়ালো
তার ভিতরে গিয়া কালো
আলো করে অন্ধকার
তুমি কালো তাইতো কালো
কালো যত কর্ম তোমার।।
কালো পাখি কালো আঁখি
কালো বলে সবাই ডাকি
কালোর রূপ হিয়ায় রাখি
সেই রূপ দেখতে বেশ চমৎকার
তুমি কালো তাইতো কালো
কালো যত কর্ম তোমার।।
জন্ম কালো মরণ কালো
এই পৃথিবীর সবই কালো
কালো দোয়াতের কালি কালো
যে কালিতে কোরান প্রচার
তুমি কালো তাইতো কালো
কালো যত কর্ম তোমার।।
মাতাল রাজজাক ডাকে অবিরত
কালো আমার মনের মতো
ইতি দিলাম সুন্দর যত
যদি চোখ বুঝিলে সব অন্ধকার
তুমি কালো তাইতো কাল
কালো যত কর্ম তোমার।।