তোমাকে চিনিতে গিয়া
কাঁধে আমার ভিক্ষার ঝুলি
কে গো তোমার কঠিন হিয়া
পায় না খুঁজে সাধু অলি।।
ডাকলে ও শুনো না কানে
কে যানে কি তোমার মনে
কতো জনে বনে বনে
ঘুড়িতেছে সকল ফেলি
কে গো তোমার কঠিন হিয়া
পায় না খুঁজে সাধু অলি।।
কারো মতে মক্কা-মদিনা
কেহ গয়া কাসি হয় রওয়ানা
ফলে কিছুতেই কিছু হয় না
বাড়ে শুধু হিংসার ঝুলি
কে গো তোমার কঠিন হিয়া
পায় না খুঁজে সাধু অলি।।
যে তোমায় ডাকেনা মোটে
তারা থাকে সুখ্যপটে
যার ডাকতে ডাকতে চিত্ত ফাটে
তুমি তাকে থাকো ভুলি
কে গো তোমার কঠিন হিয়া
পায় না খুঁজে সাধু অলি।।
দেখে তোমার হেন উক্তি
হারাইলাম সব ভক্তি শক্তি
মাতাল রাজজাক বোকায় বলে
ধোঁকায় ফেলে আমার চোখে দিচ্ছো ধুলি
কে গো তোমার কঠিন হিয়া
পায় না খুঁজে সাধু অলি।।