তোমাগত মোরা সবে তুমি বিনে কিবা হবে
জল ছাড়া মীন প্রাণ বাঁচিবে কেমনে।
দারা পুত্র পরিজন তুমি বিনে অকারণ
সকলে ফেলিয়া আজি মিশিব চরণে।।
তুমি যাবে এই কথা শেল সম বাজে ব্যথা
শক্তি শেল হতে হ’ল আঘাত কঠিন।
যাবে যাও বাঁধা নাই মোরা সবে সাথে যাই
চিরকাল আছি মোরা তোমার অধীন।।
তুমি হরি যেথা যাবে মো ‘ সবারে সঙ্গে নিবে
এই নিবেদন পদে বিশেষে জানাই।
একা তুমি নহ কভু মোরা পদে আছি প্রভু
যেথা যাবে রাঙ্গা পদ সেই দেশে যাই।।
আর ভুলাওনা হরি মোরা কি বুঝিতে পারি
কোন ছলে কোন খেলা খেলিছ জগতে।
তুমি যে কে কেবা চিনে তব তত্ত্ব কেবা জানে
অজানা অচেনা ধন নেমেছে ধরাতে।।
কোটী জন্ম ভাগ্য গুণে পাই তোমা হেন ধনে
মন সাধে রাঙ্গা পদে পারিনি পূজিতে।
তুমি যে পরম ধন শিবের অসাধ্য ধন
তব স্তব করে দেব দেবীর সহিতে।।
যেই ভাগ্য গুণে মোরা পেয়েছি অধরে ধরা
সেই ভাগ্য বলে মোরা রাখিব তোমাকে।
তোমাকে রাখিব মোরা এযে শুধু গর্ব্ব করা
তুমি রবে দয়া করে আপনি আজিকে।।
এই পদে নিবেদন যশোবন্ত প্রাণধন
ভক্তের মুখ চাহি করহে করুণা।
আমাদের কথা রাখ দয়া করে হেথা থাক
মোদেরে ছাড়িয়া এবে প্রভুগো যেওনা।।
শুনিয়া দুঃখের বাণী দুঃখ হরা গুণমণি
ভক্তে ডাকিয়া বলে শুন ভক্ত গণ!
ধরিয়া মানব দেহ বাঁচিয়া রহেনা কেহ
বিধাতার এই নীতি না হবে লঙ্ঘন।।
অসম্ভব কথা এই দেহ ধরে মৃত্যু নেই
মৃত্যুর অধীনে মাত্র জীব দেহ ধরে।
মরণ পরম সত্য মৃত্যু বুকে এই তত্ত্ব
অনিত্য সংসারে সব সৃষ্টির বিকারে।।
পিশাচী মায়ার ছলে জীব নিত্য থাকে ভূলে
জনমে আনন্দ করে মরণের ভয়।
মরণ পরশ মণি নিত্যের বসায় আনি
জীবের জীবাত্ম মায়া সব ঘুচে যায়।।
বৃথা শোক কর সবে শোক দুঃখ এই ভবে
সকলি মায়ার খেলা জানিবে সুধীর।
মরণেরে কর পূজা হও সবে মহাতেজা
মায়া ছেড়ে হও সবে মৃত্যুঞ্জয়ী বীর।।
মায়া রঙ্গ চোখে লেগে শোক দুঃখ বুকে জাগে
মিথ্যা সব ধাঁধাঁ বাজি মায়ার ছলনা।
আমি যবে ছেড়ে যাই তার মধ্যে সত্য নাই
মায়ার কুহকে ভুলে ও কথা বলনা।।
মাটি দিয়ে দেহ গড়া মূল্য নাই এক কড়া
মূল্য হীন মিথ্যা নিয়ে করো টানাটানি।
দেহ মধ্যে যেবা রয় তাঁর নাহি হবে লয়
তাঁর সাথে কর সবে সত্য জানাজানি।।
শুন সবে যাহা বলি আমি নাহি যাব চলি
মায়ার খোলস দেহ মিলিবে মাটিতে।
গুরুচাঁদ দেহে রবো হরিগুরুচাঁদ হবো
গুরুচাঁদ মধ্যে মোরে পাইবে দেখিতে।।
যেই ভাবে মোরে মানো তাই গুরুচাঁদে জানো
যাহা চাবে তাহা পাবে মনোনীত যত।
গুরুচাঁদে রবে শক্তি তাঁহে সবে কর ভক্তি
অনায়াসে পাবে মুক্তি দেবতা বাঞ্ছিত।।
( “ আমি নাহি ছেড়ে যাব জানিও বিশেষ।
গুরুচাঁদ দেহে এই করিনু প্রবেশ।।“ )
শ্রী শ্রী হরি লীলামৃত।।