তোমার জানতে গিয়ে কাঁদতে হয়েছে দীনবন্ধু হরি
তোমায় জানতে গিয়ে কাঁদতে হয়েছে।
তোমায় যতো জানি ততো জানি
জানার বাকি রয়েছে।।
কোন্ অজানা পরপারে তোমার সিংহাসন
জানতে গিয়ে ফিরে আস ক্ষণ ভঙ্গুর মন;
তোমায় না জানি কি জানি কারণ
নয়নে ধার রয়েছে।।
তুমি সকল চেয়ে নিকট আবার সকল চেয়ে দূর
কে জানাবে পথের সন্ধান অচিনস্বপনপুর;
প্রাণে অজানা এক বেদনার সুর
কতো কথা করেছে।।
জানা অজানার মাঝে হরষ-বিষাদ
পাওয়া না-পাওয়ার মাঝে কি জানি কি স্বাদ;
তবু প্রাণে মোর পেতে সেই আস্বাদ
কতো ব্যথা সয়েছে।।
নাম শুনে বেসেছি ভালো সে ও ছিলো ভালো
স্বরূপের সন্ধানে আমায় পাগল সাজালো;
সে যে অপরূপের এক রূপের আলো
হৃদয় কেড়ে নিয়েছে।।
শ্রদ্ধাভক্তি নিষ্ঠারুচি শুদ্ধ স্বভাবে
মানবার সুযোগ পেলাম না জানাবার প্রভাবে;
পাগল বিজয় বলে, এমনি ভাবে
কতো জনম ক্ষয়েছে।।