পিছনে হাত দিয়া দেখ
তোর মাল গুদাম খালি
না জানিয়া সাধন ভজন
মালিকের মাল খোয়ালি।।
অমূল্য ধন ছিলো ঘরে
খোয়ালি কু-রসের জোরে
রাখিলে তা যতন করে
মালিকে তোরে দিত না গালি
না জানিয়া সাধন ভজন
মালিকের মাল খোয়ালি।।
মন তুমি ডাকাইতের সর্দার
কত মাল কইরাছো উজাড়
সংখ্যা নাইরে তার
তুমি মিছা নৌকায় পারা দিয়া
কত মালের ভরা ডুবাইলি
না জানিয়া সাধন ভজন
মালিকের মাল খোয়ালি।।
তোমায় তুমি ভাবলে চতুর
তাই পথ ভুলে এসেছো এতদূর
মাটি খূঁড়ে বোকা ইঁদূর
শুধু সাপের বাসা বানালি
না জানিয়া সাধন ভজন
মালিকের মাল খোয়ালি।।
তোরে গোল করে বল খেলছে যারা
একদিন পথে ফেলে যাবে তারা
সুজনের গোল খাওয়া হয়েছে সারা
মাতাল শেষের বাঁশি ফুয়ালি
না জানিয়া সাধন ভজন
মালিকের মাল খোয়ালি।।