দরোজা খোলা পাইয়া, চোর ঢুকিলো আমার ঘরে।
কখন জানি, চুরি করে।।
সিয়ান চোরা সবই দেখে, কান পাতিয়া খেয়াল রাখে
কোলাধারে চাপিয়া থাকে, খুঁজিয়া না কেউ পায় তারে।।
হীরা মুক্তা লাল জহুরী, সেই চোরায় করে না চুরি
দেখলে কারো ভাঙ্গা বাড়ী, ঢুকে যাইয়া তার ভিতরে।।
খায় না পানি খয় না দানা, জীবনেও সে ঘুমায় না
দেখলে কেউ কইতে চায়না, এই জ্বালায় জ্বইলা মরে।।
আয়নাল মিয়া কয় ভাবিয়া, চোর ধরিলো হাসান মিয়া
অন্ধকারে একা যাইয়া, দেখে যাওনা পরান ভরে।।