সঙ্গী ছাড়ি লোকনাথ একাকী যে যায়।
অবশেষে আসলেন ত্রিপুরা জেলায়।।
দাউদকান্দি আসি বসে বৃক্ষের তলায়।
সম্মুখের পথ দিতে কত লোক যায়।।
কেহ বা পাগল ভাবি নাহি দেখে ফিরে।
কেহ ফলমূল দেয় সাধু সেবা তারে।।
একদিন এক ব্যক্তি আসল তথায়।
ডেঙ্গু কর্মকার নাম পরিচয় দেয়।।
অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে।
প্রাণদণ্ড হবে তার সকলেই জানে।।
লোকনাথ শ্রীচরণে লইল আশ্রয়।
কাতরে বলল বাবা বাঁচাও আমায়।।
দয়াময় লোকনাথ বলেন তারে।
মুক্তি পাবি অবশ্যই বলে দিনু তোরে।।
পরদিন আদালতে রায় বাহিরিল।
নির্দোষ বলে ডেঙ্গু খালাস পেল।।
লোকনাথ শ্রীচরণে ধরি ডেঙ্গু কয়।
কৃপা করি দাও বাবা চরণে আশ্রয়।।
বারদী গ্রামের বাবা চলো মোর সাথে।
তথাকার পাপী তাপী উদ্ধার করতে।।
চিন্তা করি লোকনাথ সম্মত হলো।
ডেঙ্গুর সাথে বাবা বারদীতে গেল।।
আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…