দিতে তৌহিদ সাগরে
কে যাবিরে আয় তরিকারই নায়
ঝাঁপ দিতে তৌহিদ সাগরে।।
বেলা নাই বেশি শীঘ্র উঠ আসি
কাট মায়া ফাঁসি বলি মন তোরে,
হইয়া মানুষ কেন রও বেহুঁশ
আয় চলে হুঁশেরই ঘরে।।
আছে সম্মুখেতে ঝড় অতি ভয়ঙ্কর
তাতে ভয় কি তোর থাক মন হাইল ধরে,
দেহের রিপু ছয় জনা তারে বশ কর সোনা
মন মাঝিরে বান্ধরে সবুরে।।
লাগলে প্রেমের বাও দুলে চলবে নাও
গুরু গুণ গাও মধুরই সুরে,
কয় খালেক দেওয়ান থাকবে সাবধান
মাশুক রূপ ধিয়ান রাখ নজরে।।