দুনিয়ার কারাগারে, ছিলামরে অন্ধকারে
অমূল্য ধন হীরা কাঞ্চন, ভেসে যায় কালের স্রোতে,
এতদিন ঘুমেই ছিলাম, চেতন হইলাম
মাইজভান্ডারীর পদাঘাতে।।
অন্ধ হৃদয় আঁখি, পঙ্গু মনপাখি
চোখ থাকিত, ডানা পাইত মিশতো গিয়া জাতে জাতে,
এতদিন ঘুমেই ছিলাম, চেতন হইলাম
মাইজভান্ডারীর পদাঘাতে।।
গফুর পাগলার জীবন মরু, শেষ জীবনেই যাত্রা শুরু
কালতুফানে ভয় করি না, ঈমান ধন থাকিলে সাথে,
এতদিন ঘুমেই ছিলাম, চেতন হইলাম
মাইজভান্ডারীর পদাঘাতে।।