হিমালয় হতে নামি ভ্রমিতে ভ্রমিতে।
আসলেন তাঁরা শেষে কাবুল দেশেতে।।
সবে মুসলমান দেখি লোকনাথ ভাবে।
এখানে থেকে তবে কিবা লাভ হবে।।
অভিপ্রায় বুঝি গুরু লোকনাথ কন।
মুসলমানের ধর্ম জানব এখন।।
কি পার্থক্য আছে বেদ আর কোরানেতে।
জেনে লইব তা অতি যতনেতে।।
কবি মোল্লা সাদী নামে মুসলমান ছিল।
তাঁর গৃহে শিষ্যসহ আশ্রয় লইল।।
কোরান ও শাস্ত্র লয়ে আলোচনা করে।
ইসলাম ধর্মের তত্ত্ব জানল অচিরে।।
কিছুদিন কাটায়ে তাঁরা কাবুলেতে।
যাত্রা করলেন কাশীধামের পথেতে।।
গুরু ভগবান চিন্তা করেন অন্তরে।
আর কিবা প্রয়োজন থেকে সংসারে।।
নব দেহ পুনরায় ধরতে হবে।
লোকনাথ শিষ্য হতে আবার আসবে।।
যত কিছু কাজ ছিল সমাপ্ত তাঁর।
এই দেহ ধারণ করি কাজ কিবা আর।।
কাশীধামে দেহত্যাগ বাসনা করিয়ে।
গুরু ভগবান আসে শিষ্যদের নিয়ে।।
মহাতীর্থ কাশীধাম অতি পুণ্যস্থান।
বিশ্বনাথ অন্নপূর্ণা রহে অধিষ্ঠান।।
মণিকর্নিকার ঘাটে দেখেন এসে।
শ্রীতৈলঙ্গস্বামী সেথা আছেন বসে।।
শিবতুল্য মহাযোগী মহাজ্ঞানী ইনি।
হিতলাল নামে হেতা পরিচিত যিনি।।
গুরু ভগবান তাঁর নিকটেতে গিয়ে।
শিষ্যদ্বয়ে তাঁর হাতে দিলেন তুলিয়ে।।
বললেন শিষ্য দুটি করুন গ্রহণ।
সময় হয়েছে মোর বাবার গমন।।
তারপর গঙ্গানীর স্থান সমাপিয়ে।
বসলেন ভগবান আসেন করিয়ে।।
হেথা শিষ্যদ্বয় ছিল গুরুর আশ্রমে।
বিলম্ব দেখে তাঁরা ভাবে মনে মনে।।
গঙ্গায় গেছেন গুরু স্নানের আশায়।
কিবা হেতু ফিরিবারে এত দেরি হয়।।
অধৈর্য হয়ে শেষে শিষ্য দু”জনে।
গঙ্গাতীরে দেখে গুরু বসে একস্থানে।।
আছেন বসে গুরু নিস্পন্দ নিথর।
নিমীলিত চক্ষু দুটি স্থির কলেবর।।
আর বার শিষ্যদ্বয় ডাকতে লাগল।
কিন্তু হায় গুরুদেব সাড়া নাহি দিল।।
অমঙ্গল ভয়ে দেহ স্পর্শ করতে।
প্রাণহীন দেহ ঢলি পড়ল মাটিতে।।
শিষ্য দুটি রাখে গাঙ্গুলী ভগবান।
মহাপ্রস্থানের পথে করল প্রয়াণ।।
হাহাকার করি উঠে শিষ্য দুজনে।
এসে ত্রৈলাঙ্গস্বামী সান্ত্বনা প্রদানে।।
অত:পর পুত্রাধিক দুটি শিষ্য তাঁর।
শেষকৃত্য করে যা শাস্ত্রের আচার।।
ত্রৈলঙ্গস্বামীর সনে ফিরে আসল।
তাঁরই আশ্রমে বাস করতে লাগল।।
আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…