(তাল-গড়খেমটা)
দয়াময় তোর যে দয়ার নাই তুলনা।
তোর যে দয়ার নাই তুলনা।
কি দয়া করছ ভবে সর্বজীবে দিয়াছ রূপের নিশানা।
কি দিয়া করছ বটে, দয়া তোর সর্ব ঘটে,
দেখতে পাই ঘটে ঘটে, এমন আর হবে না।
দেখি নরবপু সব একাকার, তাতে রং ভেঙ্গেছে কি চমৎকার,
ভিন্ন জীব সব একাকার, আকারে আকার মিশে না।
কি দয়া বৃক্ষ লতায়, করেছ লতায় পাতায়,
দেখলে তার একটি পাতায়, গুণের সীমা হয় না।
দয়াল করেছ যে কারিকুরি, কলায় সুরস সুখ খেজুরী,
কত রস তোর হুজুরি, কে করে তার গণনা।
ব্রহ্মাণ্ড ঘুরছে কলে, দয়াল তোর দয়া বলে,
কত ব্রহ্মাণ্ড চলে, অগণিত গণনা।
দয়াল কি খেলা জগতে খেলায়, যেমন বালকে কড়ি দান ফেলায়,
দিয়া দান কুড়িয়ে লয়, অমনি মিশায় ষোল আনা।
সব হতে দয়া ভারী, আমাকে করছ হরি,
বিষ্ঠাকীট তার মজুরী, আমা হতে হয় না।
কত খাওয়াও সুরস, পরাও সুবাস, কত সুখে করাও ঘর গৃহবাস,
গাছ তলায় করিলেও বাস, সাবাস সাধু কয় সব জনা।
যে পরিমিত কায়া, অপরিমিত দয়া,
করেছ যে দয়া এ আঁধারে ধরে না
দয়াল তোর দয়া আর রাখব কোথায়, ওরে ইচ্ছাময় তোর যে ইচ্ছা হয়,
গোঁসাই গোলক নিরাশয়, তারকের আশা গেল না।