(তাল-ঠুংরী)
দয়াল গুরু চাঁদ রে-
আমি প্রাণে মারা গেলাম রে এ দেশে।
আমি এ দেশ ছেড়ে বিদেশী হর,রবনা গৃহ-বাসে।।
১। এ দেশে ভূলিয়ে রঙ্গে, পয়মাল হলেম অসৎসঙ্গে।
দুষ্ট কুমতির কুরঙ্গে, ভুলে য়ায় মন হরিষে।।
২। এই যে সাধের দেহ খানি, ক্ষয় হতেছে দিন রজনী,
গুরু হৃদে দেও চরণ দুখানি, সারা জনম যার মোর কু-রসে।।
৩। কারে জানাই দু॥খের কথা, ব্যথিত আমি পাব কোথা।
গুরু এমন বান্ধব নাই মোর হেথা, সব হারালেম কর্ম্মদোষে।।
৪। দীনা কয় মোর এই বাসনা, হৃদে রাখব্ কেলে সোনা।
আমার সংসার বিষয় যাতনা, ঐ চিন্তে সকল নাশে।।
……………………………..
লোকশিক্ষা
রাগিনী-ফকিরি ধাওয়া