(তাল-একতালা)
ধর গে এবার মানুষ রতন
রতন পাবি যদি করিস যতন।
গুরুচরণ রত্নাকরে আছে রতন কর সিঞ্চন
পাবি কাঁচের পরিবর্তে কাঞ্চন, পুরিবে তোর মনের আকিঞ্চন।
জ্বেলে রাগের বাতি দিবারাতি, আলো কর দেহ নিকেতন,
আসবে আলোক দেখে, ভূলোক থেকে পুলকে ব্রহ্ম সনাতন।
ধরতে গেলে দেয় না ধরা, ক্ষীরোদবাসী নীরদ বরণ,
ধরে মানুষের চরণ, ল’গে শরণ গুরুচরণই হরিচরণ।
মহানন্দের বাক্য ধরে, মহানন্দে কর সংকীর্তন,
পাবি তারক ব্রহ্ম নামের গুণে, হরেরে তুই অক্ষয় প্রেমধন।
……………………………………………………..
হরিবর সরকার