নিজের বিচার নিজে করলে নিজের কাছে ধরা পরি,
তাতে বাহিরের সাক্ষী লাগে না নিজের সাক্ষে নিজে মরি।।
নিজের তর্ক নিজে বুঝিস নিজের বিচারালয়ে
পরের কাছে সারা যায় ভাই যা ইচ্ছে তাই কয়ে;
এমন সৃষ্টির সেরা মানুষ হয়ে কি করিতে কি না করি।।
সাজের বেলায় ষোলআনা সাধুর বেশভূষণ
কাজের বেলায় দস্তুর মতো দূরন্ত দুশমন;
তোমার পিছনে রয়েছে শমন জেগে দিবাবিভাবরী।।
নিত্য সেবায় চিত্ত যদি সূচি নাহি হয়
পাপ কর্মেতে রুচি যদি থাকে সব সময়;
তোমার সকলি হবে বিষময় যতো বলো হরি হরি।।
নীতিকথা বলে লোকের মুগ্ধ করলাম মন
নিজে তো হতে পারলাম না নীতিপরায়ণ;
পাগল বিজয়ের বিভ্রান্ত জীবন আতঙ্কে উঠে শিহরি।।