নুরে আল্লাহ নুরে রাসুল নুরে ভান্ডারী,
নুরেতে হইল সৃজন দুনিয়াদারী।।
নুরেতে হইলে ফানা, অজানারে যাবে জানা,
কানার হাতে দিলে আয়না দেখবে কি করি।।
সৃষ্টির আগে আহাদ ছিল, সৃষ্টি হই মোহাম্মদ হইল,
তত্ত্ব বুঝে যারে দয়া করে ভান্ডারী।।
যেই জনা মিশে নুরে, তার মরণ নাই এই সংসারে,
নুরের তজল্লিতে জ্বলে মানুষ হই নুরী।।
গফুর হালীর কি হইল, বুঝিয়া বেবুজা রইল,
এই ভাবে কি যাবে জীবন লইয়া সংসারি।।