ভবঘুরেকথা

আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ
সংকীর্ত্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষৌ।
বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম্মপালৌ
বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ।।
বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সাহোদিতৌ।
গৌড়েদয়ে পুষ্পরম্ভৌ নিত্যাশুদ্ধৌ তমোনুদৌ।
পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণভক্তরূপ স্বরূপকম্।
ভক্তাবতার ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম্।।

শ্রীগুরু চরণ বন্দি গৌউর নিতাই।
চরণে শরণ দেহ অদ্বৈত গোঁসাই।।
গদাধর শ্রীনিবাস স্বরূপ গৌরহরি।
পিয়াইও গোরাপ্রেমামুত কৃপা করি।।
দয়ার সাগর গৌর-প্রিয় হরিদাস।
মোর পাপচিত্তে নাম কর সুপ্রকাশ।।

শচী জগন্নাথ পদ্ম-হাড়াই পণ্ডিত।
অজ্ঞানে করিতে দয়া হয় সে উচিত।।
কৃপা মোরে করহ কুবের নাভাদেবী।
তোমা পুত্র অদ্বৈত চরণ যেন সেবি।।
লক্ষী বিষ্ণুপ্রিয়া দেবী সহচরী সনে।
কর দয়া নদীয়াবিহারী থাকে মনে।।
বসুধা জাহ্নবী দেবী কর কৃপা মোরে।
তোমার নিতাইলীলা স্ফুরক অধরে।।
এ আশীষ কর দৌহে মাধব রত্নাবতী।
তোমা পুত্র পদাধর পদে থাকে মতি।।
কেশব ভারতী কৃপা করহ আমারে।।
বিশ্বম্ভর লীলা যেন নহে অগোচরে।।

গৌর প্রিয় প্রাণ দোঁহে রূপ সনাতন।
শক্তি দেহ প্রভু লীলা করিতে বর্ণন।
জগাই মাধাই দুই ভয়ে কৃপা কর।
দোঁহা হেন কৃপা যেন লভি নিরন্তর।।
গৌর প্রিয় দণ্ড অধিকারী হরিদাস।
লণ্ডভণ্ড করি মোর পাপ কর নাশ।।
নরোত্তম আর কৃষ্ণদাস করিবরাজ।
কৃপা কর গৌরলীলা বর্ণিবারে আজ।
তোমা সব পাদপদ্ম হৃদে করি আশ।
গৌর নিত্যানন্দ তত্ত্ব করি যে প্রকাশ।।
শ্রীগুরুর শ্রীচরণ করিয়া স্মরণে।
গৌরতত্ত্ব প্রকাশিনু দাস শ্রীচরণে।।

……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!