পরকে ফাঁকি দেওয়া যায় সহজে সাধু রে ভাই
ফরকে ফাঁকি দেওয়া বড়ো দায়।
তোমার কর্মের মর্ম তুমি জানো
ন্যায় কিংবা অন্যায়।।
যে কর্ম করে গেলে এই জন্ম অবধি
নিজের বিচারে নিজে দোষী হও যদি;
তোমার দুষ্কর্মের সেই দুস্তরনদী
পার হবে কার নায়।।
অন্তরেতে অন্তর্যামী রয়েছেন যিনি
তোমার চেয়ে তোমারে বেশি জানেন তিনি;
তোমার চোরা মালের বিকিকিনি
হিসাব তার খাতায়।।
অপ্রিয় কাজ করিয়ে তার প্রিয় হতে চাও
অমাবস্যার উপবাসে ডুব দিয়ে জল খাও;
আগে সাধনায় নিজেকে সামলাও
জয় হবে মামলায়।।
পাগল বিজয় বলে গরে আমার নাহি জ্ঞানালোক
নিজে তো বুঝলা মা কিছু পর বোঝোনো লোক;
কবে হবো আমি সত্যের সেবক
শ্রীগুরুর কৃপায়।।