ভবঘুরেকথা
নিরাঞ্জন সাধু

পরমব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব

সুধি,
শ্রী হরি সহায়
পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর উদয় উপলক্ষে ৫ই বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ শনিবার বরিশালের ভাতশালায় শ্রী নিরাঞ্জন সাধু সেবাশ্রমে দিনব্যাপী বার্ষিক মতুয়া মহোৎসব এর আয়োজন করা হয়েছে।

উক্ত মহোৎসবে আপনাকে/আপনাদেরকে উপস্থিত থেকে এই মহোৎসবকে সর্বঙ্গীন সুন্দর ও সাফল্য মণ্ডিত করতে বিনম্র আহবান জানাচ্ছি।

ভক্তপদ রজ:প্রার্থী
শ্রীশ্রী হরিগুরুচাঁদ ব্রজমোহন ঠাকুর মন্দির
শ্রী নিরাঞ্জন সাধু সেবাশ্রম
ভাতশালা, বাকেরগঞ্জ, বরিশাল, বাংলাদেশ।

মঙ্গলার্শীবাদক:
মহামতুয়াচার্য্য শ্রী ব্রজমোহন ঠাকুর
প্রতিষ্ঠাতা ও সংঘাচার্য্য
পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিঠাকুর সেবা মহাসংঘ, বাংলাদেশ।

শুভ উদ্বোধক:
মতুয়াচার্য্য শ্রী তপন ঠাকুর
গুরুধাম ভাতশাল, বরিশাল, বাংলাদেশ।

মঙ্গলঘট স্থাপন:
গুরুমাতা শ্রী শোভা রাণী ঠাকুর
গুরুধাম ভাতশাল, বরিশাল, বাংলাদেশ।

শুভ উপস্থিত:
মতুয়াচার্য্য শ্রী রিপন ঠাকুর, গুরুধাম ভালশালা।
শ্রী নরোত্তম সরকার।

অনুষ্ঠানিকা:
শনিবার
৫ ই বৈশাখ ১৪২৭ খ্রিস্টাব্দ
১৮ এপ্রিল ২০২০ বঙ্গাব্দ

উৎসব অঙ্গন:
শ্রীশ্রী হরিগুরুচাঁদ ব্রজমোহন ঠাকুর মন্দির
শ্রী নিরাঞ্জন সাধু সেবাশ্রম
ভাতশালা, বাকেরগঞ্জ, বরিশাল, বাংলাদেশ।

প্রয়োজনে:
০১৭৪৮৭২৮৬৯১
০১৭৪৮৫৫৯২০০
০১৭৩৪৭৩৫৯৮২

: যাতায়াত :
-ঢাকা থেকে-

লঞ্চ সার্ভিস:
ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী যে কোনো লঞ্চে করে বরিশাল লঞ্চঘাট নামতে হবে। সেখান থেকে আবার লঞ্চ যোগে যেতে হবে কালিশুরি। কালিশুরি থেকে পায়ে হেঁটে আশ্রমে।

আবার লঞ্চঘাটের চড় কাউয়া থেকে গাড়ি যোগেও যাওয়া যায় কালিশুরি, কালিশুরি থেকে পায়ে হেঁটে আশ্রমে।

বাস সার্ভিস:
ঢাকার গাবতলী, কল্যানপুর, সায়দাবাদ, ফকিরাপুল, কমলাপুর, মতিঝিল, ভিক্টোরিয়া পার্ক, মালিবাগ, আসাদগেট, টিটি পাড়া, কলাবাগান, সাভার, নবীনগর থেকে সাকুরা, সুরভী, ঈগল, হানিফ ইত্যাদি পরিবহনে করে সরাসরি যাওয়া যায় বরিশাল। সেখান থেকে আবার বাস যোগে ভাতশালা। সেখান থেকে আশ্রমে।

এছাড়াও ঢাকার যে কোনো জায়গা বিশেষ করে গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ি থেকে বাসে করে মাওয়া ঘাট। ফেরী/লঞ্চ বা স্প্রীডবোর্ডে করে পদ্মা পাড়ি দিয়ে সেখান থেকে বাসে করে যাওয়া যায় বরিশাল। পদ্মা পাড়ি দিলেই সেখানে বরিশালের বাস পাওয়া যায়। এছাড়া এই রুটে মাইক্রোবাসও চলাচল করে। তবে ভাড়া একটু বেশি। সেখান থেকে আবারো বাস যোগে ভাতশালা। সেখান থেকে আশ্রমে।

…………………………………………
আরো পড়ুন:
মহান ধর্মগুরু হরিচাঁদ নিয়ে প্রাথমিক পাঠ
মতুয়া সংগীত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!