ভবঘুরেকথা
পাগলা কানাই

মরমী কবি পাগলা কানাইয়ের ২১০তম জন্মজয়ন্তী উৎসব ২০২০

সুধি,
আধ্যাত্মিক চিন্তা চেতনার সাধক অসংখ্য ধুয়া-জারি, দেহতত্ত্ব, বাউল, মারফতি, মুর্শিদী গানের স্রষ্টা মরমী লোককবি পাগলা কানাই (১৮০৯-১৮৮৯) তাঁর অপরূপ সৃষ্টি নিয়ে গ্রাম বাংলার পথে প্রান্তরে ঘুরে ফিরেছেন, যা বাংলা সংস্কৃতিতে ঐতিহ্যমণ্ডিত করেছে।

তাঁর অপরিসীম কীর্তির স্মরণ ও জনসমাজে তার চেতনা বিকাশের জন্য ৯-১৩ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ (২৫-২৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ) ঝিনাইদহ জেলার বেড়বাড়ি গ্রামে কবির ২১০তম জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসব আপনার/আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।

বিনয়াবনত-
সভাপতি
পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ
বেড়বাড়ি, ঝিনাইদহ, বাংলাদেশ।

সময়:
সোমবার-শুক্রবার
২৫-২৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ
৯-১৩ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ

স্থান:
পাগলা কানাইয়ের সমাধিস্থল
বেড়বাড়ি, ঝিনাইদহ, বাংলাদেশ।

আয়োজনে:
পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ
বেড়বাড়ি, ঝিনাইদহ, বাংলাদেশ।

: অনুষ্ঠান সূচি :

২৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ : ৯ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ
রোজ সোমবার
সকাল ১০:০০ – পাগলা কানাইয়ের ২১০তম জন্ম উৎসবের শুভ উদ্বোধন।
সকাল ১০:৩০ – কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ।
সকাল ১০:৪৫ – মিলাদ মাহফিল।
সকাল ১১:০০ – লাঠি খেলা প্রতিযোগিতা।
বিকাল ০৫:০০ – পাগলা কানাই রচিত সংগীতানুষ্ঠান।

২৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ : ১০ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ
রোজ মঙ্গলবার
বিকাল ০৩:০০ – চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বিকাল ০৪:৩০ – বই পাঠ প্রতিযোগিতা।
বিকাল ০৫:০০ – সংগীতানুষ্ঠান ও লোকনৃত্য।

২৭ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ : ১১ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ
রোজ বুধবার
বিকাল ০৩:০০ – পাগলা কানাই রচিত গানের প্রতিযোগিতা।
বিকাল ০৫:০০ – বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ : ১২ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ
রোজ বৃহস্পতিবার
বিকাল ০৩:০০ – পাগলা কানাইয়ের জীবনীর উপর উপস্থিত বক্তৃতা।
সন্ধ্যা ০৭:০০ – গীতিনাট্য “মহুয়া সুন্দরী”।
রাত ০৮:০০ – সংগীতানুষ্ঠান।
রাত ০৯:০০ – রাতব্যাপী পালাগানের প্রতিযোগিতা।

২৯ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ : ১৩ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ
রোজ শুক্রবার
বিকাল ০৩:০০ – সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকাল ০৪:৩০ – আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা।
সন্ধ্যা ০৭:০০ – পাগলা কানাই পদক বিতরণ।
সন্ধ্যা ০৮:০০ – অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

: যাতায়াত :
-ঢাকা থেকে-

বাস সার্ভিস
গাবতলি থেকে পুর্বাশা, রয়েল, জেআর ছাড়াও বেশকিছু বাস সার্ভিস আছে তা দিয়ে সরাসরি ঝিনাইদহ্। ঝিনাইদহ্ টার্মিনালে নেমে ইজি বাইকে পাগলা কানাই স্ট্যান্ডে। সেখান থেকে ইজি বাইকে বেড়বাড়ি মেলার মাঠ।

………………………………
পাগলা কানাইয়ের গান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!