এরূপে কাশীধামে কিছুদিন গেল।
দেশ ভ্রমণের ইচ্ছা মনেতে হল।।
লোকনাথ সঙ্গে লয়ে বেণীমাধবেরে।
সেকথা জানালেন ত্রৈলঙ্গস্বামীরে।।
আনন্দে ত্রৈলঙ্গস্বামী দেন অনুমতি।
যেথা ইচ্ছা দুজানার কর অগ্রগতি।।
রেখো মনে, যখনই প্রয়োজন হবে।
তখনি আমার দেখা অবশ্য পাবে।।
এরূপে দুজন পেয়ে আশ্বাস।
পদযাত্রা করি যায় মিটাতে আশ।।
দণ্ড কমগুলু লয়ে হাঁটতে হাঁটতে।
আসি উপনীত হন আফগানিস্থানেতে।।
পারস্য ভ্রমণ করি আরবে আসল।
মক্কা মদিনায় যাবে বাসনা করল।।
হযরত মুহম্মদ জন্মিয়ে মক্কাতে।
ইসলাম ধর্ম প্রবর্তন করেন জগতে।।
প্রচার করিয়ে শেষে গিয়ে মদিনাতে।
দেহরক্ষা করি যান মহাপ্রয়াণেতে।।
যত জ্ঞানি মুসলমান ছিল মক্কায়।
সন্ন্যাসী দু’জনে তাঁরা সম্ভ্রম জানায়।।
মুসলমান গৃহে তাঁরা আশ্রয় লাভিল।
জাতি না মেনে সেবা অধিকার দিল।।
মক্কা মদিনায় তাঁরা করে ভ্রমণ।
মক্কেশ্বর তীর্থপথে করল গমন।।
মরুভূমি পার হয়ে সেই তীর্থস্থান।
সহজে পাবে না কেউ যেতে সেই স্থান।।
কিছুদূর গিয়ে তারা পথিক দেখল।
ফকির আছেন সেখা পথিক কহিল।।
শুনি লোকনাথ বেণীমাধবের সনে।
আসলেন রয়েছেন ফকির যেখানে।।
অতি বৃদ্ধ সে ফকির অলৌকিক রূপ।
দেখি লোকনাথ হন নীরব নিশ্চুপ।।
বুঝলেন ব্রহ্মজ্ঞানী বৃক্ষে স্থিত মন।
ফকির সামান্য নয় ইনিই ব্রাহ্মণ।।
চোখে চোখে কথা হয় ফকিরের সনে।
সেকথা বুঝবে না কোনো সাধারণে।।
আব্দুল গরুল নাম গ্রহণ করে।
মরুমাঝে রয়েছেন ফকির হয়ে।।
ছাড়িয়ে আরব দেশ তাঁরা দুজন।
তুরস্ক ইতালি গ্রিস করেন ভ্রমণ।।
সুইজারল্যান্ড দেশ ভ্রমণ করল।
তারপর দু’জনে ফ্রান্সেতে আসল।।
এইরূপে ইউরোপ করি পর্যটন।
স্বদেশে এসে তাঁরা দিল দর্শন।।
লোকনাথ সঙ্গে লয়ে বেণীশাধবেরে।
এবার করল তাঁরা গমন উত্তরে।।
হরিদ্বারে গঙ্গাস্নানে করি দু’জনে।
হিমালয়ে উঠে যান আনন্দিত মনে।।
হিমালয়ে তীর্থ সব করে দর্শন।
অবশেষে বদ্রীনাথ করেন দর্শন।।
সুমেরু পর্বতে তবে যেতে বাসনা।
সে কারণে দু’জনে করল সাধনা।।
আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…