সুধি,
আগামী ২২ জুন ২০১৯ রোজ শনিবার উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক বাউল সাধক লালন ফকিরের অনুসারী ফকির দৌলত শাহ্-এর খেলাফত দিবস উপলক্ষ্যে ফতেপুর, মেহেরপুর জেলায় সাধুর নিজ আখড়ায় সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে। সকল বাউল অনুরাগী-ভক্তর চরণধুলী কাম্য। চব্বিশ ঘণ্টাব্যাপী এই সাধুসঙ্গ শুরু হবে অধিবাস দিয়ে সমাপ্ত হবে পরদিন দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে।
এই অষ্টপ্রহর সাধুসঙ্গে লালন সংগীত পরিবেশন করবেন ফকির দৌলত শাহ্-এর ভক্ত-শিষ্যসহ দেশের খ্যাতিমান বাউল শিল্পীরা।
স্থান:
ফতেপুর, মেহেরপুর, বাংলাদেশ।
তারিখ:
২৪ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গের শুরু
শনিবার, ২২ জুন ২০১৯ খ্রিস্টাব্দ
যোগাযোগ:
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন-
বাবু ভাই : ০১৮১৩৫৭৯৮৩০
দৌলত শাহ্ ফাউন্ডেশন
যাতায়াত (বাস সার্ভিস)
[ঢাকা থেকে ফকির দৌলত শাহ্-এর আখড়া]
ঢাকা গাবতলী থেকে সরাসরি মেহেরপুর আসার বেশকিছু পরিবহন আছে যেমন জেআর, শ্যামলী, রয়েল ইত্যাদি। আবার পাটুরিয়া পার হয়ে কুষ্টিয়া হয়েও মেহেরপুর আসা যায়। সেক্ষেত্রে গাবতলী থেকে পদ্মা লাইনে সরাসরি বা লোকাল বাসে আরিচা ঘাটে আসতে হবে। সেখান থেকে লঞ্চ বা স্প্রিডবোর্ডে পাটুরিয়া।
মেহেরপুর বাসষ্ট্যান্ড হতে অটো পাওয়া যায় ফতেপুর বললেই হবে। অথবা বাসস্ট্যান্ডে দৌলত শাহ যাবো বললেও যে কেউ নিয়ে যাবে।
আর ট্রেন যোগে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার বিবরণ জানতে দেখুন- ঢাকা টু কুষ্টিয়া ট্রেন যাত্রা
…সকল সাধুগুরু বাউল অনুরাগীকে আমন্ত্রণ…
স্থিরচিত্র: সংগ্রহ