বারদীতে আসি বাবা ডেঙ্গুর ভবনে।
রহিলেন কিছু দিন আনন্দিত মনে।।
নগ্নদেহ শিরে জটা দেখি সবে কয়।
নিশ্চয় পাগল একটা কভু সাধু নয়।।
নাহি শোনে কোনো কথা ডেঙ্গু কর্মকার।
সাধ্যমত সেবা করে লোকনাথ বাবার।।
ভাগ্য ফিরে যায় তার বাবার কৃপায়।
দেখে সকল লোক মানল বিস্ময়।।
পাগল ও নিচ জাতি সবে ভাবে মনে।
লোকনাথ এসব কথা শুনেও না শোনে।।
একদিন পথমাঝে চারটি ব্রাহ্মণ।
উপবীত লয়ে করে তর্ক অকারণ।।
গ্রন্থি দিয়ে উপবীতে পাকায়েছে জট।
তারই কারণে তর্ক করেছে বিকট।।
লোকনাথ তাদের নিকটেতে গেল।
দুরহ’ এখান হতে তারা বলল।।
লোকনাথ বলে তর্কে কর অকারণ।
এ কোন গোত্র তোমাদের বল তো এখন।।
গোত্রপতি যাঁরা আছে তাঁরে স্মরিয়ে।
গায়ত্রী জপিলে জট যাবে যে খুলিয়ে।।
বিস্মিত হয়ে তারা সকলে দেখল।
আপনা আপনি জট খুলিয়ে যে গেল।।
সকলে ধরিল লোকনাথের চরণ।
বলে বাবা ক্ষমা করে মোরা অভাজন।।
এ কথা লোকমুখে প্রচার হলো।
বাবার দর্শনে বহু নর-নারী এলো।।
সকলে বুঝল বাবা সামান্য তো নয়।
বাবার চরণে সবে লভিল আশ্রয়।।
আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…