ভবঘুরেকথা

ক্রমে ক্রমে বাড়ে শিশু যেন শশধর।
পিতা-মাতা দেখি তারে আনন্দ অন্তর।।
প্রতিবেশি পুত্র বেণীবাধব নামেতে।
তার মনে লোকনাথ খেলে আনন্দেতে।।
অত্যন্ত চঞ্চল এই বালক দু’জন।
প্রতিবেশিগণে সদা করে জ্বালাতন।।
বেণীমাধব লোকনাথ একই শুভদিনে।
উপনীত হলেন শাস্ত্রের বিধানে।।
ভগবান গাঙ্গুলী তাহে আচার্য হলো।
একসঙ্গে উভয়ের উপনয়ন দিল।।
আত্মীয়-স্বজন এলো আমন্ত্রিত সব।
পাড়া প্রতিবেশি আসে মহা কলরব।।
জ্যোতির্ময় দেহধঅরী ভগবান গাঙ্গুলী।
উপবীত দু’জনার কাঁধে দেন তুলি।।
গাঙ্গুলী বলেন ওহে রামনারায়ণ।
তব পুত্র লয়ে আমি করব গমন।।
পূর্ব প্রতিশ্রুতি মত হয়েছে সময়।
লয়ে যাব তব পুত্রে দাও তে বিদায়।।
রামনারায়ণ শুনি আনন্দিত চিত্তে।
তুলে দিল পুত্র তাঁর গাঙ্গুলীর হাতে।।
বেণীমাধব বলে আমি যাব সঙ্গেতে।
যেথা লয়ে যাবে গুরু যাব সেখানেতে:
ভগবান গাঙ্গুলী হয়ে আনন্দিত মন।
ব্রহ্মচারীদ্বয় লয়ে করেন গমন।।
মুণ্ডিত মস্তক আর দণ্ড লয়ে হাতে।
বেণীমাধন লোকনাথ বাহিরিল পথে।।
তিন জনে পথ বাহি যান ধীরে ধীরে।
প্রতিবেশিগণ সবে ভাসে অশ্রূনীরে।।

আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!