সূচনা
বিপত্তারিণীর কথা করিব বর্ণনা।
যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন।।
হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি।
অকস্মাৎ উপনীত কৈলাশেতে আসি।।
মহাসুখে তথা বসি রহে হর-গৌরী।।
নারদ নোয়াল শিব চরণে দোহারি।।
মহাদেব স্মিতহাস্যে কহিলেন একি।
অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি।।
করপুটে মহামুনি কহিলেন প্রভু।
জ্ঞান আহরণ হেতু আসি হেথা কভু।।
কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে।
সঙ্কট মাঝেতে তার থাকে বল বুকে।
মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দু:খ।
বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ।।
নারীর বেদন হেরী আমি বিচলিত।
তাদের শান্তির পথ করুন নির্ণিত।।
শিব কহে হে রারদ ভাল জিজ্ঞাসিলে।
বিপত্তারিণী ব্রতে এই ফল মিলে।।
বিপত্তারিণী ব্রত পালে যেই নারী।
সর্ব দু:খ নাশ নিমিষেতে তারি।।
নমো নম: গজানন বিঘ্নবিনাশন।
নমো প্রভু মহাকায় মহেশ নন্দন।।
নমো নমো লম্বোদর নমো গণপতি।
মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী।।
সর্ব দেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান।
ওরাঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম।
সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম।।
1 Comment