বিশ্বাস বিনা বিশ্বমাঝে ঈশ্বরের সাধনা হয় না।
শুধু বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তিতর্কে নাগাল পায় না।।
সাধুর কণ্ঠে উঠেছে এই সুর
বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর
যার সন্দেহেতে হৃদয় ভরপুর
তার অন্তরের অন্ধকার যায় না।।
গুরু বাক্যে আত্মনির্ভরা
বিশ্বাস ভক্তি অমূল্য ধন হৃদয় যার ভরা
ও সেই বিশ্বাসই ভক্তের ভরা
সাগরের জলে তলায় না।।
বিষয় সম্পদ যা দেখিতে পাও
ভিত্তিহীন বিশ্বাসের মোহে আমার আমার কও
যদি সেই বিশ্বাস ঈশ্বরপদে দাও
সেই সম্পদ কভু ফুরায় না।।
পাগল বিজয় বলে, করিয়ে শপথ
বিশ্বাস ভক্তি সাধু মনে অমূল্য সম্পদ
জীবের পরম গতি সেই পরমপদ যেন
সেই সম্পদে বঞ্চিত হই না।।