বৃন্দাবন অন্ধকার আজি শ্যাম ব্রজে নাই।
ঘোরে পথে পথে উদাসিনী গো কৃষ্ণ হারা রাই।।
শ্যাম তমালে শ্যামলবরণ
বন্ধুর রূপ করিয়ে স্মরণ
আবেগে করে আলিঙ্গন ব্যথার বিরাম নাই
যার না বৃক্ষের ছোঁয়ায় বক্ষের জ্বালা গো
দু:খে ছাড়ে হাই।।
কৃষ্ণ শূন্য ব্রজপুরী
বিষাদে ময়ুর ময়ুরি
বিমুখে বসে শূক সারি কাঁদিছে সবাই
ব্রজে কি আগুন জ্বালিয়ে গেলো গো
সেই ব্রজের প্রাণকানাই।।
গাভীর সামনে কাঁদে বৎস
জলে জ্বলে মরে মৎস
সবার প্রাণে দু:খের উৎস বহিছে সদাই
ব্রজে জলেস্থলে আগুন জ্বলে গো
জ্বালা কেমনে জুড়াই।।
শত্রুমিত্র একই সাথে
হাত মেলায়ে হাতে হাতে
খুঁজে ফিরে দিবা রাতে কোথা তারে পাই
পাগল বিজয় বলে, তার সন্ধানে গো
যেন দ্বন্দ্ব ভুলে যাই।।