ছায়াহীন কায়া ধরে এলেন রাসূল।
তাওহীদেরি গন্ধে ভরা, বেহেস্তেরী সেরা ফুল।।
নবীজীর রূপ দেখিয়া, গগনের চাঁদ লাজ পেয়ে
পূর্ণ জ্যোতি দিয়া গেলো, কলংক নিয়ে
হুর পরী ফিরিস্তা গাহে,ধন্য মা আমেনার কুল।।
যুগে যুগে খবর ছিল, ধর্ম্ম বেদ বিদিতে
উদয় হলেন নূরের রবি, মন মরু পল্লীতে
ঘুমন্ত প্রাণ সজাগ করে, ভাঙ্গাতে মানুষের ভুল।।
নবীজীর চরণ পরশে, সরস হইল এ ধরা
নিয়ে এলেন পান করাতে, সত্যেরি শূরা
আমির উদ্দিনের মন ভমরা, চাহে তোমার চরণ ধুল।।