ভবপারে যাবি রে অবুঝ মন, আমার মন রে রসনা,
দিন থাকিতে মুরশিদ ধরে সাধন ভজন করলে না,
ও পরকালের চেষ্টা করলে না;
দিনি দিন গত হলো চেয়ে দেখরে দিনকানা।।
দেহের বাদী রিপু ছয়জন-আগে বশ কর তারে,
ঐ নাম ভুললি পরে পড়বি ফেরে, প্রাণ যাবে হীরার ধারে
আবার পুল-সেরাত পার হ’বি কেমন করে?
ও দায় মালি চোর, ওরে গাঁজাখোর, আর কত বুঝাব তোরে
তাই পাগল কানাই কয়-ওর আমার অবুঝ মন রে রসনা,
তোমার দিনে দিন ফুরাইয়া গেল, ও তারে কর সাধনা।।