তারক চাঁদ ও সর্প কথা
হরিচাঁদ গুরুচাঁদ ভাবিয়া অন্তরে।
আশ্চর্য্য ঘটনা এক জানাব সবারে।।
জয়পুর বাস করে কবি রসরাজ।
হরিভক্ত বলে যানে ভক্তের সমাজ।।
একদিন শ্রী তারক পদুমা চলিল।
যাদবের বাড়ী গিয়ে উপনীত হল।।
পদুমায় হরিভক্ত ছিল যত জন।
একে একে সবে এসে দিল দরশন।।
সকলে তারক পদে প্রণাম করিল।
যাদব মল্লিক এসে চরণে পড়িল।।
ভক্তি গদ গদ চিত্ত ঝরে দু’নয়ন।
যাদবের নারী এসে ধোয়াল চরণ।।
বসিতে আসন দিল উত্তরের ঘরে।
ধূপ ধুনা দিয়ে শেষে গাড় ভক্তি করে।।
উলুধ্বনি হরিধ্বনি করে সবে মিলে।
হরিভক্ত সঙ্গ পেয়ে ভাসে আখি জলে।।
ভক্তিভরে তারকের সেবা করাইল।
হরিকথা রসরঙ্গে তথায় বঞ্চিল।।
লোহারগাতী বাড়ী যাদব চন্দ্র ঢালী।
তারকের প্রিয় শিষ্য জানিত সকলি।।
সংবাদ পাইয়া তিনি পদুমা আসিল।
তারকের পদে এসে প্রণাম করিল।।