এসো এসো পাপী তাপী আর ভক্তগণ।
লোকনাথ বাবার কথা করহ শ্রবণ।।
মহাযোগী লোকনাথ নামটি তাঁর।
যে নাম সরিলে সর্বজীবনের নিস্তার।।
আশুতোষ সম তিনি অতি দয়াবান।
স্মরণেতে পরাগতি করেন প্রদান।।
ডাকলে তাঁহার সর্বপাপ দূরে যায়।
অজ্ঞানতা নাহি থাকে তাঁর কৃপায়।।
মায়াবদ্ধ হয়ে জীবন রয়েছে সংসারে।
কিসে পাবে মুক্তি তারা খোঁজে বারে বারে।।
লোকনাথ একমাত্র কর্মফল দাতা।
জীবের কল্যাণকামী শুভফল দাতা।।
এ সংসার কারাগারে করতে নিস্তার।
পরম দয়াল বাবা নেন সর্বভার।।
সবে এসো ধরি তাঁর যুগল চরণ।
সফল হউক তাই মনের জীবন।।
আরো পড়ুন…
লোকনাথ বাবার মঙ্গলাচরণ পাঁচালী…
লোকনাথ বাবার আবির্ভাব পাঁচালী…
লোকনাথ বাবার বাল্যজীবন পাঁচালী…
লোকনাথ বাবার যোগ-সাধনা পাঁচালী…
লোকনাথ বাবার ব্রহ্মজ্ঞান লাভ পাঁচালী…
লোকনাথ বাবার দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার পুনরায় দেশ ভ্রমণ পাঁচালী…
লোকনাথ বাবার সুমেরু যাত্রা পাঁচালী…
লোকনাথ বাবার চন্দ্রনাথ পর্বতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার দাউদকান্দি গমন পাঁচালী…
লোকনাথ বাবার বারদীতে আগমন পাঁচালী…
লোকনাথ বাবার আশ্রম স্থাপন পাঁচালী…
লোকনাথ বাবার মহাপ্রয়াণ পাঁচালী…