ভবঘুরেকথা

(তাল গড় খেমটা)
যদি ধ’রবি মতুয়ার বুলি, যদি ধ’রবি মতুয়ার বুলি।
ত্যজ্য কর সাধন ভজন, দীক্ষা শীক্ষা কপ্নি ঝুলি।।
মতুয়ার বুলি ধরতে গেলে জাত কুলে দে জলাঞ্জলী;
হয়ে পাগল পারা মাতোয়ারা,
হরি বলে কাঁদবি শেষে গলি গলি।।
মতুয়া যারা প্রেমিক তাঁরা, প্রেমানন্দে করছে কেলি;
নিলে মতুয়ার স্বভাব, ঘুচবে অভাব,
হারে, ফুটবেরে তোর কুসুম কলি।।
মতুয়া পাগল, হয়ে বিভোল, প্রেমপানে হও মত্ত অলি;
ধ’রলে মতুয়ার করণ সাধন ভজন,
হারে, তুই সন্ধ্যা আহ্নিক ফেলবি ঠেলি।।
মতুয়া নামে, ধরাধামে বহিরঙ্গে দিত গালি;
এবার মতুয়া হয় জগতপুজ্য,
মাধুরজ্য প্রেমের পাত্র প্রাণ পুঁতলি।।
ডেকে কয় তারক রসনা, অশ্বিনী আজ তোরে বলি;
যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি,
সব অঙ্গে মাখবি মতুয়ার চরণ ধুলি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!