মনসাদেবীর স্তুতি
নমস্তে মনসা দেবী গৌরিকান্ত প্রিয়াত্মজে।
পদ্মবন সমদ্ভুতে সর্ব্বজীব শুভপ্রদে।।
আশীভয় (বিশভয়) সস্ত্রস্তানাং জীবানাং ত্রাণকারিনি।
প্রণমি পদ্মাম্বুজে দেবী লিখিত তাপনাশিনী।।
ত্রিপদী
বন্দ দেবী মহামায়া, জগৎকারু মুনি জায়া (পত্নী)
সুরা সুর নরের জননী।।
ত্রি-লোকের ধাত্রীমাতা, সর্ব্বজীব পালয়িতা।
সৃষ্টি-স্থিতি-প্রলয় কারিণী।।
শঙ্করের প্রিয়াত্মজা, সর্ব্বস্থানে তব পূজা।
মহাদেবী মসনা সুন্দরী।।
পাপ-তাপ শোকহরা, মুগ্ধ কর বসুন্ধরা।
সর্বলোকে দয়া দান করি।।
চারু কান্তি শুভননা, অঙ্গে আভরণ নানা।
অঙ্গদ বলয়া আদি করি।।
মুখে মৃদু মন্দ হাসি, অতীব মধুর ভাসে।
উপবিষ্টা ফণীর উপরি।।
স্বর্গ-মর্ত্ত্য রসাতলে, আগমণ পুরাণে বলে।
কৃপাময়ী জগতের জ্যোতি।।
এক ভাবে এক মনে, তোমা পূজে যেই জনে।
বল তার কিসের দুর্গতি।।
কুপা কর যার প্রতি, তুমি মাগো ভগবতী।
মনে জানি দু:খ কর নাশ।।
নিজগুণে কৃপা করি, তব কন্যা রূপ ধরি।
মর্ত্ত্যে মাগো তোমার প্রকাশ।।
আমি অতি দুরাচার, কিসে হব ভবপার।
তাই ভাবি চিত্তে অনুক্ষণ।।
সুগম করহ পথ, কৃপা করি দাও বর।
যাতে হয় অভীষ্ট পুরণ।।