এক দুই তিন এইতো গণার দিন
মাইটা চাটির তেল ফুরাইয়া
বাতি নিভিলো
ঐ চেয়ে দেখ
পূর্বের বেলা পশ্চিমে গেলো।।
শিশু কালে একদিন
থাকিয়া মায়ের অধীন
ভাবলিনা একদিন তোরে কে পাঠাইলো
হইল না তার চেনা জানা
চালান খাইয়া হইলি দেনা
মিছামিছি আনা জানায় দিন ফুরাইলো
ঐ চেয়ে দেখ
পূর্বের বেলা পশ্চিমে গেলো।।
উঠিলো যৌবন ঢেউ
তাইতো কোলে লয় না কেউ
সুন্দরী বউ একটা আনিয়া দিলো
পাইয়া নারীর ছলা কলা
সকাল গেল দুপুর বেলা
ধন ছিল গোলা ভরা
সব ইঁদূরে খাইলো
ঐ চেয়ে দেখ
পূর্বের বেলা পশ্চিমে গেলো।।
বেলা গেছে হেলার উপর
ভাংগনে পইড়াছে ঘর
ধর ধর করি যম ঝাপাইয়া পড়লো
কি করবি তুই মন বেপারী
যম রাজার দখলে বাড়ি
অহংকার আর গৌরব জারি যত
ভাংগিয়া গেলো
ঐ চেয়ে দেখ
পূর্বের বেলা পশ্চিমে গেলো।।
যা হবার তা হইয়া গেছে
আল্লাহ রাসুল বল মুখে
বিদায় সাজে ঠনঠনা ঠন
ঘণ্টা বাজিলো
খাসের জমি পড়লো খাসে
নকল দলিল সব বিনাসে
মাতাল রাজ্জাক লেংটা বেশে
দেশে চলিলো
ঐ চেয়ে দেখ
পূর্বের বেলা পশ্চিমে গেলো।।