মার তুলনা
মা বিনে কেউ নাই,
প্রসব কালের কি যন্ত্রণা
একমাত্র জানেরে মায়।।
গর্ভে যখন ছিলাম মায়ের
দশ মাস দশ দিন,
এক জনমেও শোধ হবে না
সেই রক্তের ঋণ।।
মায়ের গর্ভে বেঁচেছিলাম
মায়ের রক্ত চুষে খাই,
ভূমিষ্ঠ হইলাম
যেইদিন প্রসব মায়।।
এত বড় সংসার মাঝে
আমি অসহায়,
কোলে তুলি লইল মায়ে
নিজের বুকের ধন।।
মায়ের মনে দেয়রে দু:খ
পাপিষ্ঠ যেই জন,
গফুর হালী বুঝিতেছে
মা যে কি ধন হারায়।।