মুর্শিদ রূপে ফানা হও মন, ঐ নাম বিনে গতি নাইরে।
আদমো ছোরাতের মাঝে, মুর্শিদ রূপে খেলছেন সাঁই।।
ওরে নয় লাখ বৎসর এবাদতে, মখরূমে লান্নতি পায়
আদম সেজদা না করিয়া, তার নামাজ বিফলে যায়,
আশেক যদি পড়বি নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়
কুল্লুবিন মুমীন আরশে থাইকা, সেই সেজদাটা আল্লাহ পায়।।
ওরে আশেক তুমি রোজা রাখো, যেই রোজায় মাশুক মিলে
পীরে যাহা নিষেধ করে, খাইও না, জীবন গেলে,
যিনি মুরশিদ তিনি খোদা, হুকুম পালন করো তার
পুলসিরাত আর হাশর মিজান, এক পলকে হইবা পার।।
ওরে আশেক তুমি ধনী হইছ, মুরশিদেরই ধন পাইয়া
হজ্ব তোমার করিতে হইবে, সামনে কাবা রাখিয়া,
কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর
মুর্শিদ কেবলা সামনে রেখে, লাব্বায়েক বলো একবার।।
ওরে যাকাত দিয়া আশেক তুমি, বেঁচে থাকো দ্বীনের দায়
আমিত্ব সপিয়া দিও, দয়ালো মুর্শিদের পায়,
হযরত খাজা ইশ্রাইল শাহ কয়, হাসান তোমার বুদ্ধি নাই
কালেমার ভেদ জেনে রাখো, এক ছাড়া দ্বিতীয় নাই।।