মেহেরাজে গেলেন নবী
রজবের সাতাই’শা রাতে,
গাউসে আজম কান্ধে লইয়া
উঠাইলেন বুরাকেতে।।
স্তব্ধ হইলো সৃষ্টির গতি
২৯ সাল রহিলো স্থিতি,
আল্লাহর অসীম কুদ্রতি
সাধ্য কার পারে বুঝিতে।।
নুরেতে নুর নুরে অসীম
নুরের জগত অর্শীল আজীম,
বন্ধু করে বন্ধুর তাজিম
তছলিমে দুরূদ সালাতে।।
আও আদনা মোকামে গমন
এক রাতে এতো দূর ভ্রমণ,
মক্কার সবাই শুনলো যখন
ধরে না কেউরের জ্ঞানেতে।।
আমির উদ্দিন জানতে পারে
তারা যখন জিজ্ঞাস করে,
কি রূপে দেখলা আল্লারে
নবী কন যুবক ছুরতে।।