যদি ডাক শুনে তোর কেউ না আসে কাছে রে উদাসী বাউল
একান্ত নিশ্চিন্ত মনে নিজের কাছে থাক।
যদি তোর মতে কেউ নাহি চলে
যে যার পথে সেই সে যাক।।
বহিরবিশ্বের দৃশ্য দেখিতে
শক্তি হারা তোর দুই আঁখিতে
কেউ পারে না সে শক্তিকে ধরে রাখিতে
পারি আলোকলোকেররূপ দেখিতে
চিন্ময় আঁখি মেলে দেখ।।
শ্রবণ শক্তি হয়েছে তোর কম
ইহা জানিস প্রাকৃতির নিয়ম
নিয়মাতীত অপ্রাকৃতদেশ আছে উত্তম
তথা শুনতে পাবি কতো রকম
প্রাণভরা অন্তরের ডাক।।
ঘ্রাণশক্তি তোর হয়েছে দুর্বল
দু:খ করে কি হবে আর বল
মানস সরোবরে ফোঁটা পদ্ম-শতদল
তাতে পরিপুরিত পরিমল
সেই গন্ধ পায় না এই নাক।।
রস স্বরূপের রসায়নে
শক্তি পায়না ভক্তি পরায়নে
এই রসনা বসে না সেই রসআস্বাদনে
সেই স্বরূপরূপে রসের কূপে
নিজেকে ডুবায়ে রাখ।।
স্পর্শ শক্তি দিন হতে দিন
ক্রমাগত হয়ে এলো ক্ষীণ
সমভাবে ক্ষমতা থাকে না চিরদিন
রেখে নিত্যের মাঝে চিত্তবিলীন
তার প্রীতিপরশ প্রাণে মাখ।।
পঞ্চেন্দ্রিয়ের পহ্চতন্মাত্রায়
মিলিবে দ্বন্দ্বাতীত অবস্থায়
ব্যবধান ঘটাবে না আর কেউ কারো রাস্তায়
পাগল বিজয় বলে, সেই ভূমিকায়
ঘুচিবে সফল বিপাকে।।