আর যাবে না গোপাল বনে।
যা রে বলাই তোরাই যা সব রাখালগণে।।
তুইরে জ্যেষ্ঠ বুদ্ধি শ্রেষ্ঠ
কষ্ট দিস কেন কৃষ্ণ ধনে,
দুগ্ধেরই গোপাল মারিস কেন বল
সবে মিলে স্কন্ধে চড়িয়ে কেনে।।
কু-স্বপন দেখেছি বাপরে
আজকে নিশিতে শয়নে,
কালিদেহে ডুবেছে বাপধন
সেই অবধি সন্দেহ মনে।।
তোর হাতে দিলাম রে সঁপে
আজকে সারাদিনের তরে,
আমার সাধনেরই ধন, এ নীল রতন
তুই জানিস তোর ধর্ম জানে।।
ডেকে নারান দাসে বলে
কে বুঝিবে কৃষ্ণ নিলে,
যার ব্রহ্মাণ্ড রয়েছে হাতে
তারবলে কি সন্দেহ মনে।।