(তাল – ঠুংরি)
রত্নডাঙ্গা বিলের কুলেরে ওকে সাজালেন হরি।
দেখলেম রাখাল সনে, গোচারণে ভুবন মোহন রূপধারী।।
কস্তরী কুসুম তুলে, মালা গাথি দিচ্ছে গলে হেরে ভুলিতে নারি;
যত রাখাল মিলে বাহু তুলে, বলতেছে হরি হরি।।
ব্রজে ছিল নন্দের দুলাল, সাজাইতে ব্রজ রাখাল রে যেন সেই রূপ মাধুরী।।
যেন সেই কালা চাঁদ, সেই রূপের চাঁদ, গোপীর মন করে চুরি।।
বিশ্বনাথ ব্রজনাথ সঙ্গে, ধেনু রাখে পরম রঙ্গে রে, ব্রজের ভাব মনে করি।
গোষ্ঠে করে দর্প, কাল সর্প খেলিছে লাঙ্গুল ধরি।।
প্রিয় সখা বিশ্বনাথ, বিসুচিকায় হ’ল মৃত্যু রে ধূলায় যায় গড়াগড়ি।
তারে বাঁচাইয়ে, গোধন ল’এ গোষ্ঠে যায় করে ধরি।।
গোলোক চাঁদের মনচোরা, মহানন্দের মনহরা রে ভক্তের মনোরঞ্জনকারী।
ভেবে অশ্বিনী কয়, দীন দয়াময়, ঐ রূপ যেন নেহারী।।