শাস্ত্রাদি পড়ে যদি না ভলো হোক,
তবে স্বাদ না পেয়ে কোন সাধে বলদের মতো চিনি বইস।।
বদ্ধ দশায় ঘোরাফেরা,
ছদ্মবেশে অঙ্গঘেরা
বাজারে এক ধর্মের ঢ্যাড়া শাস্ত্রের বাণী সদা কইস;
ভিতরে গলদ, গলদ থাকিলে
উপরে তার প্রলেপ দিলে
দগ্ধ হবি তিলে তিলে কালগেলে ঝাল বুঝে লইস।।
জীবন যে তোর পিছন পড়া
মিছে কেবল শাস্ত্র পড়া
নীতি মেনে নিজেকে গড়া সতের মতে পথে রইস;
জীবন তোর হবে সমৃদ্ধ
ধ্যানে হবি জানি বৃদ্ধ
চিত্ত হবে অপাপবিদ্ধ খুলবে আনন্দময় কোষ।।
অন্তর যার চির অভ্রান্ত
তার কাছে শাস্ত্রের সিদ্ধান্ত
সেই জানে তত্ত্ব বৃত্তান্ত জীবন যার নির্মল নির্দোষ;
শাস্ত্রবাণী মন্ত্র হবে
অন্তরে তার কথা কবে
বেদ কোরান বাইবেলে পাবে পরিপূর্ণ পরিতোষ।।
শাস্ত্র কিংবা অস্ত্র শিক্ষা
গুরু তার করবে সমীক্ষা
উত্তীর্ণ হলে পরীক্ষা থাকবে না কোনো আফোসোস
পাগল বিজয় বলে, শাস্ত্র পড়ে
গেছি অনেক পিছনে পরে
কাজ করেছি ঝোঁকে পরে জলে যেমন পরে মোষ।।