পাগল কানাই বলে, শোন ভাই সকল
এক গাড়ি দেখে হলেম পাগল,
আরও গাড়ির মধ্যে আছে বিষম গণ্ডগোল;
এক গাড়িতে ছত্রিশ জাতি করতেছে সুমঙ্গল,
কেউ কয় আল্লার ধ্বনি, কেউ কয় হরিবোল,
আবার আল্লা-হরি কিছুই বলে না-
ওরা আবার কোন্ দেশের পাগল।
আবার গাড়ির মধ্যে ব্যক্তি কয়েকজন
কত হয় সাধু মহন্ত, কতই চোরের লছ্ছন,
তারা এক ঘাটেতে টিকিট কাটে
আবার কোথায় করছে গমন,
কোন্ দিন যেন রাস্তায় হবে রে বদল
সেদিন কোথায় যাবে যোগী মহন্ত
-ও কোথায় যাবে যাত্রীগণ।
আবার ষোলজন চালায় সে গাড়ি,
কেবা সেই গাড়ির ডাইবরই
কেবা হয় সেই গাড়ির মিস্ত্রি
কোন্ ঘাটে ছাড়ে আলি,
পাগল কানাই বলে, কোন্ ঘাটে লাগবে সেই গাড়ি।
::দেহতত্ত্ব