ভবঘুরেকথা
সাধুগুরু হুমায়ূন সাধু

সাধুগুরু হুমায়ূন ফকিরের তিরোধান দিবসে সাধুসঙ্গ

“অবিশ্বাসে পায় না মানুষ নিধি,
এই মানুষে মিলত মানুষ চিনিতাম যদি।”
-ফকির লালন সাঁই

সুধি,
আলেকসাঁই
বীর মুক্তিযোদ্ধা অখণ্ড দম সাধক লালন অনুসারী সাধুগুরু হুমায়ূন ফকিরের ৩য় তিরোদান দিবস উপলক্ষ্যে আগামী ২৬ ও ২৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ মোতাবেক ১২ ও ১৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ রোজ বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী সাধুসঙ্গ আয়োজন করা হয়েছে।

উক্ত সাধুসঙ্গে লালন ভক্ত ও অনুসারীগণ উপস্থিত হয়ে ধন্য করবেন। পত্রে আহ্বান ও নিমন্ত্রণ জানানোর জন্যে ঘোর অপরাধী তবে সাধু দয়াময়।

বিনয়ান্তে-
সাধুগুরু হুমায়ূন সাধুর ভক্তবৃন্দ

লালন সাঁইজির বাণী পরিবেশনায়:

কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীসহ স্থানীয় আখড়া বাড়ির শিল্পীবৃন্দ।

সময়:

অনুষ্ঠান শুরু রাত ৯ ঘটিকায়।

তারিখ:

২৬-২৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ।
১২-১৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
রোজ বৃহস্পতি ও শুক্রবার।

স্থান:

হুমায়ুন সাধুর আখড়াবাড়ি
উত্তর মির্জা নগর
খানাবাড়ি, রায়পুরা, নরসিংদী, বাংলাদেশ।

প্রয়োজনে:

০১৮৮০ ১৪৫৬৩২
০১৭২৭ ৬৫২২৫৮
০১৭৩৯ ৫৫৫৫০৫

যাতায়াত (ঢাকা থেকে)-

বাস সার্ভিস:

ঢাকার গুলিস্তান/সায়দাবাদ/যাত্রাবাড়ি থেকে বাস দিয়ে সরাসরি নরসিংদী। নরসিংদী বাসস্ট্যান্ডে নেমে অটো বা সিএনজিতে করে খানাবাড়ি। ৯ কিলোমিটার রাস্তা। যে কাউকে হুমায়ুন সাধুর আখড়ার কথা বললেই দেখিয়ে দিবে।

এছাড়া, সিলেট রোডে বারৈচা বাস স্ট্যান্ড নেমে সিএনজি করে শ্রীরামপুর রেলগেট হয়ে খানাবাড়ি যাওয়া যায়। অথবা নরসিংদী ভেলানগর নেমে রিক্সায় আড়শিনগর গিয়ে সিএনজি/অটোতে খানাবাড়ি।

ট্রেন সার্ভিস:

দুপুর ১টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে চট্টলা এক্সপ্রেস। চাইলে আপনি ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশন থেকেও ১:২০ মিনিটে উঠতে পারেন। ট্রেন নরসিংদী পৌঁছালে নেমে আরশিনগর থেকে সিএনজিতে করে খানাবাড়ি যেতে হবে।

বিকাল ৫টায় তিতাস কমিউটার ট্রেন সরাসরি খানাবাড়ি যায়। খানাবাড়ি নেমে রেললাইনের পাশের রাস্তা ধরে কিছুটা এগুলেই হুমায়ুন সাধুর আখড়া। এ পথটুকু অটো বা সিএনজি করেও যাওয়া যায়। কর্ণফুলি ট্রেনও খানাবাড়ি রেলস্টেশনে থামে। সেটিতে করেও একই ভাবে যাওয়া যায় সাধুর আখড়ায়।

Related Articles

1 Comment

Avarage Rating:
  • 0 / 10
  • উদয় নগর আশ্রম , রবিবার ১৫ মার্চ ২০২০ @ ২:১০ পূর্বাহ্ণ

    হুমায়ুন সাধুর পবিত্র আত্তার শান্তি কামনা করি, আলেক সাঁই,আজীবন সদস্য লালন একাডেমি কুষ্টিয়া সদেস্য নং- ১৯৬৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!