শোন বলি পাগলা
সারোরে তিন তাসের খেলা
এইসা ভবের হাটে;
ও তোর সঙ্গে আছে ছয়জন দাঁড়ে
ও তারা দুষ্ট আর বোম্বেটে,
ও তার সঙ্গে কেউ না হাটে,
ও তারা কাম ছাড়ে’ যায় লোভের ধানে মন,
-ও তোপিল বান্দে আইটে।।
দুই মুড়া দুই মুহুরী খাড়া
জমা ওয়াশীল শেখে তারা,
দাখিল হয় একজনের কাছে।
ও দলিলপত্র সব নিকাশের কাগজ
ও আবার লক্ষ্য করে যারা
যদি কমতি হয় এক জরা।।
পাগলা কানাই বলে, ওো আমার মন
সে দিন নিকাশের চোর পড়বে ধরা
তাই বুঝিয়া আমার মন
কর সেই আপ্ত সাধন,
কররে মন ত্বরা
তিন তাসের খেলা সাঙ্গ করো মন
খেলাইতে পারবি তোরা।।